জীবনের হিসাব নিকাশ
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন
জীবনের হিসাব নিকাশ যেন চোরাবালি চর,
যা চেয়েছি পাইনি, যা পেয়েছি অতি উন্নতর।
আজি এক্ষণে হৃদয় সংগোপনে করি কৃতজ্ঞতা প্রকাশ
তোমার সৃষ্টি সৌন্দর্য উপলব্ধির দিয়েছো মন অভিলাষ।
দিয়েছো পিতা-মাতা,ভাই-বোন, স্ত্রী-সন্তান যত,
তোমার প্রতি ঈমান এনে করেছি হৃদয় আলোকিত ।
ক্ষণিকের জীবনের যত স্বপ্ন আশা,যত আয়োজন,
নিরান্নব্বই শুধু মোহ মায়া,এক ভাগ তার প্রয়োজন।।
২০-০৯-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।