ভালোবাসার ধারাপাত
- ফয়েজ উল্লাহ রবি
মাত্র আশি? এই নয় শুধু ভালোবাসা, বাসী,
কিছু ওজন অশ্রু জলের কিছু কান্না-হাসি।
দুঃখ কতো ওজন হতো-
ব্যথার যদি মাপা যেতো,
তবু মানুষ হারায় যে হুঁশ ভালোবাসা রাশি।
বাসী- আগের দিনের, টাটকা নহে এমন বাসী ফুল, পুরাতন, নূতন নয় এমন বাসী খবর.; কাচানো, ধৌত বাসী করা কাপড়.।
#
ভারতের কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কবিতা-
#ভালোবাসার ধারাপাত ৪৮ কবিতার উত্তরে আমার লেখা।
নিম্নে কবির লেখা-
ভালোবাসার ওজন কত কে বলতে পারো?
যদি না জানো তবে কাব্য টি পড়ো---
ভালোবাসার ওজন হল আমি বলি আশি
দুই মন এক সাথে হয় ভালোবাসা বাসি---
দুটি মনে ভালোবাসা এক মন চল্লিশ হয়
দুই মন এক সাথে ফল আশি নয়?
এক মন--৪০ কেজি
দুই মন--৪০+৪০= ৮০ কেজি
০৯-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।