হামাসের অভিযান
- আবদুল্লাহ্ আল-নিটাব খাঁন ১১-০৫-২০২৪

সাবাস হামাস সাবাস কালের শ্রেষ্ঠ বীর
সততায় সাহসে চির উন্নত তব শির।
তোমার দাপটে ভূমি দস্যুরা করে পলায়ন
ভেঙ্গেছে তোমার বাড়ি ভাঙতে পারেনি মন।
দেয়ালে পিঠ ঠেকালে সামনেই এগোতে হয়
নয়তো জীবনে নেমে আসে মহা বিপর্যয়।
যাযাবর দল দয়া যাচিয়া হয়েছে দখলদার
দেয়নি তারা দয়ার মূল্য দেয়নি মানবতার।
যাদের দয়া করে বুকেতে দিয়েছিলে স্থান
তারাই তোমাদের ভূমি থেকে করিছে প্রস্থান।
ওরা জালিম বর্বর এবার মায়ার ইতি টানো
যে হাতে টেনেছো বুকে সে হাতে আঘাত হানো।
মুসলমানদের পবিত্র কিবলা উদ্ধার কর ফের
নাপাক ওই ইহুদি দস্যু হেতা হতে করো বের।
করো নাকো ভয় রক্ত চক্ষু আর ফাঁকা বুলিতে
মিথ্যাচার ছাড়া নেই আর কিছু তাদের ঝুলিতে।
আয়রন ড্রোন,মোসাদ ফ্যাসাদ সর্ব সেনার ভয়
মুজাহিদের এক ফুৎকারে নিমিষেই পরাজয়।
এই অভিযান আত্মরক্ষা ন্যায্য দাবি ইসলামের
যত জালিম শাসক শোষক পরিকল্পনা নস্যাতের।
এই যুদ্ধ আল্লাহর কে করিবে হার কাটিবে বিপদ
সর্ব শক্তি নিমিষে শেষ যদি থাকে আল্লাহর মদদ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।