আছে কেউ
- আলমগীর সরকার লিটন ০২-১২-২০২৩
আজ কাল অহমিকার গন্ধতে
আতর কোথায় জানি হারিয়ে যাচ্ছে
খোঁজার কথা কেউ- ভাবছে না-
সবাই বিদ্বেষের ফসল ফোলাচ্ছে;
নবান্নের উঠনে কি হবে, শিমুল
না পলাশ- বুঝে উঠতে পারছি না
তবু ভয়হীন স্বপ্ন রাতের অপেক্ষায়
অন্যকিছু হবে না তো- আবার
যেমন শিয়াল শকুলের উল্লাস-
এ সবের বিনাস চাই, আছে কেউ?
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।