তারেক জিয়া এবং জয়
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

#
তোমার হাতে আলোর মশাল তুমি লাখো জনতার প্রাণ
বাংলার নব দিগন্ত তুমি জনগণের নেতা তারেক রহমান ।
ধরো তুমি সত্যের হাল তরুণ নেত্বতের আহ্বান
তুমি জাগলে বাড়বে বাংলাদেশ বাড়বে মান-সম্মান ।
#
শক্ত করে ধরো বাংলার পতাকা যেনো না হয় ক্ষয়
লাখ জনতার আশার প্রদীপ তুমি সজিব ওয়াজেদ জয় ।
সাজাও নতুন করে ফুলে ফলে গ্রাম শহর বন্দর
হৃদয় জুড়ে ভালোবাসায় ভরে দাও প্রতিটি মানুষের অন্তর ।।

২০১৯


২৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।