সুখের বাড়ী
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)

তুমি কি পেয়েছো; -
আমি আকাশ হতে চেয়ে দু’হাত মেলেছি,
পাখি হতে চেয়ে ডানার খুঁজে ঘর চেড়েছি,
ঐ নদীর মতো বয়ে যেতে হৃদয় উজার করে ভালোবেসেছি।
একটু সুখের তরে হাজার দুঃখ নদী দিয়ে পাড়ি-
একটা সুখের গড়েছি বাড়ী।


২৫-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।