"টেইক ব্যাক বাংলাদেশ"
- ফয়েজ উল্লাহ রবি
এখন কিন্ত চলছে নীতি নেই মোটে দূর্নীতি,
সুখেরই আছে জনগণে- নেইতো স্বজনপ্রীতি ।
দু'হাতে লুট হয়না এখন সবাই দেশ প্রেমিক!
বেগমপাড়ায় বীন ভূমে ধন ওরা অমায়িক?
বড় গলার মা জননী বলছে বড় কথা,
সত্য এখন বললে সবাই লাগে বড় ব্যথা।
বৃহস্পতিবার ১০ কার্ত্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩
খ্যাতিমান ছড়াকার শ. ম. শহীদ মহোদয়ের
"টেইক ব্যাক বাংলাদেশ"
ছড়ার উত্তরে আমার লেখা।
নিম্নে শ. ম. শহীদ মহোদয়ের ছড়াটি যোগ করে দিলাম।
"অন্ধকারে
রুদ্ধদ্বারে
রঙবাহারে ছিলাম বেশ
টেইক ব্যাক বাংলাদেশ।
হাওয়া ভবন
খাওয়া ভবন
পাওয়ায় কত সুখের রেশ
টেইক ব্যাক বাংলাদেশ।
দূর্নীতিদিন
ভাবনাবিহীন
কী সীমাহীন খেলছি রেস
টেইক ব্যাক বাংলাদেশ।।"
২৯-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৯-১০-২০২৩ ১০:৪৭ মিঃ
সত্য অনুভব!
দারুণ সাহিত্য চিত্র তুলে ধরেছেন
এই ধারা যেনো অব্যাহত থাকে অবিরত ।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।