আগুন পানি
- আলমগীর সরকার লিটন ০২-১২-২০২৩
তুমি আগুন হতে পারো
আমি পানি হতে পারিনি
ব্যর্থতার সুর ঝরে বৃষ্টি
ছায়া মুখ দেখে না সৃষ্টি
জল কাদায় ভরে যায়-
মরুময় কি বালুচর স্মৃতি;
দূরের আকাশ, ছুঁয়ে যায়
বাতাস, এই পূর্ণিমা রাত
তবু আগুন, দেখে না ফাল্গুন
জীবন পুড়ে কাঠ আর বাঁশ।
১৩ কার্তিক ১৪৩০, ২৯ অক্টোবর ২৩
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।