হে ফুল
- সাজিদুল ইসলাম ১১-১০-২০২৪
হে ফুল তুমি ফোঁট কার জন্য?
সবসময় তোমার দিখে তাকিয়ে যায় হবে বলে গণ্য।
কেন তোমার সুবাস ছড়ায় আমার কাছে!
যা চোখ বন্ধ করলে মনে বাসে।
তোমার সুগন্ধি ছেড়েছে আমার হৃদয়,
যা গেতে দিয়েছে মনোমুগ্ধময়।
দূরের হাওয়া এসে লাগায় সুবাস ঘ্রানে,
যা প্রতিনিয়ত লাগছে মনেপ্রাণে।
কোন আঙ্গিনার গাছের ডালে,
লাগছে ভালো আমার মনের হালে।
হে ফুল জুড়নো তুমি আর,
যা আমার হৃদয়ে গেথেঁছে বার বার।
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।