যা আছে থাক
- আলমগীর সরকার লিটন ১৮-০৯-২০২৪
স্কুল ভর্তি সংশয়ের হাট বাজার
শুধু বয়স কম বাড়ানোর জ্যাম;
কি মুশকিল? না কি নতুন করে
জন্ম নিবন্ধন! তাতেও মিলছে না
সমাধান, জটিল থেকে জটিলতর
কোন দিকে যাবে রে আমজনতা
লোভে নাকি পাপ পাপে নাকি মৃত্যু;
তাই দেখি হচ্ছে এখন, হায় হায়
স্লোগান শুরু কোন স্কুলে ভর্তি গুরু
ঘুম মাথা শেষ, বয়স যা আছে থাক।
২৪ কার্তিক ১৪৩০, ০৯ নভেম্বর ২৩
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।