দেশে ফিরা
- সাজিদুল ইসলাম
প্রবাস জীবনে মানুষ ভিড় করছে
দেশে ফিরার টাইম হয়েছে
কত আর অবালাতে পড়ে রইবো
দেশে ফিরার সম্ভাবনা রইবো
কেন তারালি তাদের বিদেশ
কি অপরাধে ছাড়তে হল দেশ
জবাব দে কেন এটি করলি তুরা
তোদের বেড়াজাল পরবে ধরা
প্রবাসে যত রেশ ছিল তোদের প্রতি
হয়েছে টাইম হবে তোদের অবনতি
জায়গা নাই আর ইউরোপ আমেরিকায়
মরতে হবে আর কাদের জিগায়
যারা গেল প্রবাসে তারা আসবে দেশে
আমাদের অনিশ্চিত মারবো মিশে
মানবাধিকার কর্মীরা আয় দেশে
দেখবি তুরা তাদের মরণ অবশেষে।
১০-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।