স্বাধীনতার কবিতা| বিদ্রাহী কবিতা|
- ফাইয়াজ ইসলাম ফাহিম

স্বাধীনতার কবিতা| বিদ্রাহী কবিতা| সরকার বিরোধী কবিতা| মুক্তির কবিতা| সংগ্রামের কবিতা।


১.
ভেঙে ফেল সব ভেঙে ফেল
জ্বালা আগুন জ্বালা,
পুড়িয়ে ছাড়খার করো
যত্ত আছে অন্যায়ের বন্দি শালা।

স্বাধীনতা দে
ভাত-কাপড় দে
ভোটের অধিকার দে
বেঁচে থাকার অধিকার দে

কেন এ্যাত্ত অনিয়ম
কেন এ্যাত্ত দূর্নীতি,
কেন আজ কষ্ট
সর্বত্রে অশান্তি।

২.

উন্নয়নের গুষ্টি কিলাই
পারলে ভাত দে সরকার,
অনেক উন্নয়ন হয়েছে
এখন বেঁচে থাকা দরকার।

৩.

হে যুবক - যুবতী
কই তোরা দেশের হাল ধরো,
মুক্তি চাই স্লোগানে
শোষকদের তাড়ো.....

12/11/2023
5:14 pm


১২-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১২-১১-২০২৩ ১৭:৩২ মিঃ

~বিদ্রোহী~ banan bhol er jonno sorry!