রুহি
- ফাইয়াজ ইসলাম ফাহিম

উহ্! রুহি আমি কেউ না
আমি নই কুজন,
আমি সাধারণ মানুষ
বলতে পারো সুজন।

উহ্! রুহি
তুমি উতালা কেন,
আমাকে জানতে
তুমি পাগল যেন?

উহ্! রুহি
অজানা মানুষ হিসাবে রাখো মনে,
স্বর্গ থেকে এসেছি
ঝগড়া করবো তোমার সনে।

উহ্! রুহি
আমি কোথাও দেখিনি তোমায়,
তোমাকে জানতে ছুঁটছি তোমার পিছে
তুমি দিচ্ছো না সময়।



( রুহিকে দেখিনি কখনো, ফেসবুক সাজেস্ট করে বন্ধু হতে, এক পর্যায়ে বন্ধু হই।কিন্তু, তার মনে খটকা আমার আইডি পেল কই, কথোপকথনের জবাবে লেখা)

23/11/2023
9:23 pm


২৩-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-১১-২০২৩ ২১:৩৪ মিঃ

রুহি স্মরনে....