উল্টা চিত্র যদি যখন ঘটে
- মোঃ মুসা ০৯-০৫-২০২৪

হঠাৎ করে মুখের উপর চমকে ওঠা কথা শুনে মন ডুবাও কেন?
বলতে পারো মনের মত কেউকে পেলে.
দিন গড়িয়ে কেটে যাবে দেখবে কেমন উল্টা চিত্র
যাবে তোমায় লাথি মেরে নীচে ফেলে।

তার চোখেতে ভাবছো কেমন সাত সমুদ্র
হীরা মুক্তা আছে তলে আছে ভরা,
দিন গড়িয়ে দেখতে পাবে হতে পারে
ভিন্ন কিছু আছে কেবল রত্ন খরা।

দেখছো মনে ফুলের আসন কচি সবুজ
নির্ভেজালে রাজ্য সেরা,
এখন দেখি জিলাপির প্যাচ
হারে হারে তারই মুখের ঘরের বেড়া।

প্রথম কথায় অন্ধ মনে ভেবো না আর
অমূল্য ধন সাত সমুদ্র রাজ্য বরণ,
সময় হলে দেখতে পাবে উলটপালট বসত ভিটা
হোচট খেয়ে লুটিয়ে পড়া তারই কারণ......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Sar57ker1981
২৮-১১-২০২৩ ০৯:৩৩ মিঃ

বেশ অনুভব

মোঃ মুসা
০৮-১২-২০২৩ ২২:১৭ মিঃ

ধন্যবাদ শ্রদ্ধেয়