মুখ গোমড়া
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

জ্বালাময়ী মুখে শীতের ঠেসা
পানি গরম হতে চায় বার বার
বালটিটা যদি না হয় ফোঁটা-
পাতিলটা থাক রান্না ঘরে বুড়া;
মাঝে মাঝে দ্রোহের স্লোগান
দেখে আবাক লাগে,তুই এই-
দেক! বুঝবি শেষে- এ বার থাম
চিন্তা কর, ভাবেক ওরকম হইস না
থাল পাতিলে নোংরা- কি করে
বুঝ জ্বালাময় মুখ গোমড়া;

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।