রুদ্র বৃষ্টিতে গৃহহীন
- সাজিদুল ইসলাম

রুদ্র বৃষ্টিতে আমি দিনশেষে গৃহহীন,
সব রীতের জ্বালা সইতে হয় অবরোধের দিন।
সর্বদা পুরুষ হয়ে জন্মে দায়িত্বের বিশাল দিনে,
আরাম আইসের কোন পথ নেই এই নৃত্যদিনে।
বয়ে বেড়ায় সর্বদা আপন জন্য সুখ মিটাতে,
জীবন বাসনে ঘটে চলে কর্ম ক্লান্ত পুরুষত্বে।
তবুও আমি হাঁটছি প্রতিনিয়ত কোন এক তালে,
এত বৈচিত্র রূপঘেরা পৃথিবী আসতে চলে।
এমনো দিনে পুরুষ সর্বদা ক্লান্তির বিসর্জন দে,
দিন রাত অতিরিক্ত বল প্রয়োগে নিজেকে ছেড়ে দে।
জীবনের জানালায় সুখের হওয়া ধাক্কা খাইনা কেন,
পুরুষের মরণ দিনে দুঃখের দিন যাই জীবনে দুঃখ যেন।


২০-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।