বিদ্রোহী প্রেমিক
- অত্যুগ্র নীহারিকা (মাসুম)

???? -অত্যুগ্র নীহারিকা (মাসুম)

প্রেম যে ভাই কেমনে করে,
জানি না তো মুই।
ছাড়তেও তো চায় না মোরে,
কেমনে তারে থুই।

বিলাসবহুল এই জগতে,
প্রেম তো এখন সস্তা বটে।
শপিং,পার্ক আর হোটেলে ঘটে,
প্রেম তো আমার যাবেই ফেটে।

ভাবছি আমি, ডজন খানিক,
করবো আরো প্রেম।
ছিটাবো তাতে লবণ, লংকা
অহংকারী মেম।


২৬-১২-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

১৫-১১-২০২৪ ১৮:৪৪ মিঃ

প্রিয় কবি
অতি চমৎকার লিখা পাঠে মুগ্ধতা সহ ভালোলাগা ও ভালোবাসা সবটাই রেখে গেলাম পাতায়...

শুভেচ্ছা অফুরান। ভালো থাকবেন সদা।

২৭-১২-২০২৩ ০৯:২৮ মিঃ

চমৎকার

অত্যুগ্র নীহারিকা (মাসুম)
২৭-১২-২০২৩ ১৪:১৮ মিঃ

ধন্যবাদ