নতুন ক্যালেন্ডার
- আলমগীর সরকার লিটন
ছিঁড়ে ফেলো- ছিঁড়ে ফেলো
পুরাতন ডাইয়রির পাতাগুলো
মনে রাখাটাই হবে ভুল যত-
নতুন ডাইয়রির ক্যালেন্ডার
খুলে ফেলো- খুলে ফেলো;
ঐ দেখো ঐ দেখো রাত ১২টায়
হৈ হল্লোর খুলা হচ্ছে
নতুন ক্যালেন্ডার- আবার
লেখা হচ্ছে দাগকাটা কষ্ট ভান্ডার;
কি করে ভুলে যাই-
একই নিয়ম দেখছি তাই
কখন অঘটন ঘটবে ভাই
ডাইয়রি লেখা হবে না বন্ধ
যতক্ষণ বয়বে না মাটির গন্ধ!
শ্রাবণ ধারা অন্ধ নতুন ক্যালেন্ডার খুলো।
০১-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
০২-০১-২০২৪ ০৯:২৩ মিঃজি মহী দা আপনাকেও শুভ নববর্ষ’২৪ শুভেচ্ছা জানাই
ভাল থাকবেন------------

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।