চাঁদ খাঁটি
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

এতো কিছু শিখলাম
আকাশ তরি, মাটি ঘুড়ি-
অথচ ভুলে যেতে শিখলাম না
এই সুখ তারায় রাত্রি!
একাকীত্বের নীড়ে বুঝেছি খুব
ভুলতে হয় ধৈর্য ও সাধনা
মধ্য বয়স কিংবা বুড়ো পর্যন্ত
ঐ বাবা মার জান্নাতি মাটি;
দেখো বুকের উপর সব শেখা-
শেখা না,নাটাই ছেঁড়া চাঁদ খাঁটি।

১৯ পৌষ ১৪৩০, ০৩ জানুয়ারি’২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০৪-০১-২০২৪ ০৪:১৭ মিঃ

বেশ চমৎকার মননশীল

আলমগীর সরকার লিটন
০৪-০১-২০২৪ ০৯:৩০ মিঃ

জি কবি মহী দা
শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন------