জ্যোতিষীর গণনা
- ফয়েজ উল্লাহ রবি
তিন বছরেই দূর হবে দুঃখ এমন পদ্য কোথায়?
এই করিরাজ কোথায় আছে তারে খুঁজতে যাই।
আদ্য প্রান্ত একই জীবন
নিরবদ্য সব হয়না আপন,
নৈবদ্যে তার করবো গ্রহণ যদি খুঁজে পাই।
পদ্য- ঔষধ ।
নিরবদ্য- অনবদ্য, অনিন্দনীয়, নিখুঁত, নির্দোষ।
নৈবদ্য (কথ্য) নৈবিদ্যি- দেবতাকে যে সামগ্রী নিবেদন করা হয়।
আজ-
বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৯ পৌষ ১৪৩০, ০৩ জানিয়ারি ২০২৪
- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) (জ্যোতিষীর গণনা---)
ছড়ার উত্তরে লিখা । সাথে কবির ছড়িটি যোগ করে দিলাম।
জ্যোতিষী কে হাত দেখালাম বঙ্গে নাম করা তিনি
অনেক আশায় লাইন পেরিয়ে সুযোগ পেলাম আমি।
যে-ই ফিরে যায়, হাসি হাসি মুখ তাই আমারও বদন হাস্য
জ্যোতিষ বাবু হাত নেড়ে ডাকেন আইস্যো, মা-জননী আইস্যো।
বললেন গম্ভীর স্বরে চারটি শব্দ "বিবাহের তিন বৎসর কষ্ট "
আজ্ঞে, তারপরে তো সুখ! "নো নো নো, সয়ে যাবে,থাকো শিস্ট"
????????????????????????
(মানে, ক্লায়েন্টের সুখ কোন দিন নেই।
এটা রম্য রসিকতার কাব্য)
০৪-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৪-০১-২০২৪ ১৯:৫৫ মিঃ
তিন বছরেই দূর হবে দুঃখ এমন পদ্য কোথায়?
এই করিরাজ কোথায় আছে তারে খুঁজে বেড়াই।
আদ্য প্রান্ত একই জীবন
নিরবদ্য সব হয়না আপন,
নৈবদ্যে তার করবো গ্রহণ যদি খুঁজে পাই।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।