লালিত দেহ
- আলমগীর সরকার লিটন ২০-০৫-২০২৪

আমি আকাশ দেখি সাদা
মাটিতে শুধু নীল ভোমরা
দিগন্ত মাঠ ছুঁইতে চাই-
এক রাশ পায়রার মতো;
আমি পূর্ণিমা দেখি না আর
একাকী নিরালায়, মুঠো
মুঠো ফসলের হাঁক শুনি
গভীর দৃষ্টি বিড়ম্বনায়- তবু
সাদা মেঘের বৃষ্টিতে ভেজায়
লালিত দেহে মাটি আকাশ;
১১/১/১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।