অঙ্গীকার
- ফয়েজ উল্লাহ রবি (দ্বিতীয়)
তোমায় ভালোবাসে না সে, ভালোবাসে ভ্রমর,
চুপটি থাকে দেখলে তোমায় আসেনা তার স্বর।
তুমি কি সেই খসে পরা ধ্রুবতারা ?
তা না হলে হও যে কেনো আত্মহারা।
অপরূপ রূপবতী সেই; রূপে নজর কাঁড়া,
মুগ্ধ যে তার রূপের গুণে তাঁর জন্য রই খাড়া।
তবু-
‘রূপ দিয়ে সব হয়না পাওয়া আছে গুণের দরকার’!
আশেপাশে থাকতে যে চাই করছি এই অঙ্গীকার।
দাম্মাম, সৌদিআরব
শ্রাবণ ১৪২৪, জুলাই ২০১৭
২৯-০১-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।