একজোড়া আঙুলের বাঁধনে
- হোসাইন জাহান
এখন বেশ ভালো আছি'
কথাটা বলতে আর কষ্ট হয় না।
যা ছিল যা ছিল না সবকিছু ভাসিয়ে দিয়েছি;
পরওয়ারদেগার খোদার শুকরিয়ার স্রোতে।
এখন একলা আমি, একলা বাঁচি।
এখন আর স্মৃতি জমানো হয় না,
একজোড়া আঙুলের বাঁধনে।
০৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।