যদি আর দেখা না হয়?
- ফয়েজ উল্লাহ রবি

যদি আবার দেখা নাই হয় ভুলে কী যাবে হবে প্রেমের ক্ষয়,
হারানো দিনের মতো মনের সব ক্ষত
উতরে উঠে কাঁদাবে অবিরত,
আর তুমি দূরে সুখের সুরে উড়াবে তোমার ঘুড়ি কুড়াবে নুড়ি।
আর আমি থাকবো দূরে আঁধারে কোথাও যেখানে থাকবেনা নুরে।
-সুখ থেকে আমায় রাখবে কি বিরত?
যদি আর কভু দেখা না হয়?

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০৬ মাঘ ১৪৩০, ২০ জানুয়ারি ২০২৪


১৩-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।