চাইলে চলে যেতে পারো
- ফয়েজ উল্লাহ রবি
যেতে চাইলে যেতে পারো দেবো না তো বাধা,
মন না চাইলে হয়না আপন জোর করে মন বাঁধা।
আমার মেঘলা আকাশ আঁধার কালো নেইতো আলো,
যদি গো পাও আপন কারে আমার থেকে ভালো।
হাসি মুখে মেনে নেবো ভাববো না তা সাজা।।
সুখ যদি পাও দূরে গিয়ে আমায় সখি ভুলে,
দুঃখ আমি পাবো নাতো হাসবো যে প্রাণ খুলে।।
হাসি মুখে দেবো বিদায় থাকবে না চোখ কাঁদা।।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৩ ফাল্গুন ১৪৩০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪
১৭-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।