তুমিই প্রেমের পূজা
- ফয়েজ উল্লাহ রবি
যদি না পায় দেখতে তোমার মনের আঘাত কি?
কি হবে আর পাশে থেকে ছড়ায় কথার ঘি!
যদি না সে বুঝতে পারে তুমি যে কি চাও?
কি লাভ তাকে ভালোবেসে দুঃখই যদি পাও।
চাওয়া তোমার অপূর্ণ রয় সে ডুবে কোন সুখে?
ভালোবাসি বারে-বারে বলেই যাবে মুখে।
বাস্তবতা ভিন্নতা আজ তুমিই প্রেমের পূজা,
সারা জাহান খোঁজবে তোমায় হবে না শেষ খোঁজা।
শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৪ ফাল্গুন ১৪৩০, ০৮ মার্চ ২০২৪
২১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।