গানের পাখি -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
পাখি আমার দিয়ে ফাঁকি কবেই হারিয়ে গেছে,
বারে-বারে বৃথাই খুঁজি সে আর ফিরে না আসে ।।
ভেঙ্গেছে সে সুখেরও নীড় দুঃখ শুধুই করছে যে ভিড়,
আপন যারে ভেবেছিলাম সেই তো বুকে মারছে তীর।।
এক আকাশ নীল ব্যথা বুকে গিয়েছি ভালোবেসে।। ঐ
তার মনেতে বেঁধে এই মন গড়তে চেয়েছিলাম ঘর,
তারে নিয়েই সাজাই ছিলাম জীবন নদীর সুখের চর।।
পৃথিবী নিঠুর ভাবিনি আগে, বুঝেছি তোমায় মিশে ।।ঐ
৩০ জুন ২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
০১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।