=মা= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
বউকে শুধুই ভালোবেসে করছো মাকে পর,
ভালো কী আর থাকতে পারে বৃদ্ধাশ্রমের ঘর।।
মানুষ কেনো পাষাণ এতো বুঝেতো আর আসেনা
কান্না শুধুই চারিদিকে তাইতো মানুষ হাসে না।।
তোমার ছেলে বড়ো হলে তোমারো সেই ঠিকানা,
বুঝবে যখন সময় গেলে এখন যে তা অজানা।।
সুখে-দুঃখে শতো বাধায় মাকে ভুলা যাবে না।।ঐ
বৌয়ের কথায় উঠো বসো কারো খবর রাখোনা,
মায়ের বুকে জমা কতো কষ্ট শতো যাতনা ।
চলে গেলে ভুবন ছেড়ে মাকে খুঁজে পাবে না ।।ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ মাত্রা-৪, অপূর্ণ মাত্রা-১/৩
০২-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।