=ভবের কারিগর= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
ও ভবের কারিগর কোথায় তোমার বাড়ীঘর,
থাকো কোথাই নিরাকারে দেখো নিরন্তর।।
একটি পাতা নড়ে নাতো তোমার হুকুম ছাড়া,
(অপূর্ণ সব বিশ্ব সংসার তোমার দয়া হারা।
অথবা-
চলে সবই যেমনি চালাও তেমনি চলে ধরা ।।)
কারো কি সাধ্য আছে হতে তোমার বরাবর ।। ঐ
সব জায়গাতেই থাকো তুমি সবাইতে বিরাজ,
সৃষ্টি তোমার বিশ্ব ভুবন অসীম তোমার কাজ ।।
দিবা নিশি ডাকি তোমায় কইরোনা গো পর ।।ঐ
ছন্দ: স্বরবৃত্ত
০৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।