একটি পতাকা দিও
- ফয়েজ উল্লাহ রবি
আমাকে একটি শব্দ দাও আমি কবিতা দেবো,
আমাকে একটি স্বপ্ন দাও বাস্তবতায় করে দেবো।
এক খন্ড জমি দিও ফুলে-ফলে শস্য শ্যামল উঠবে ভরে,
এক চিলতে রৌদ্র দিও প্রকৃতি সতেজতায় জাগবে গড়ে।
আমাকে একটি সকাল দেবে রাঙিয়ে দেবো সুরে-সুরে,
একটি মানচিত্র পতাকা দেশ নিয়ে যাবো সভ্যতার অনেক উপরে!
শনিবার, দাম্মাম, সৌদিআরব
০২ চৈত্র ১৪৩০, ১৬ মার্চ ২০২৪
০৫-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।