প্রবাস দূর করেছে আবাস
- ফয়েজ উল্লাহ রবি

ছোট বেলা হয়নি দেখা জ্ঞান ছিলো না বলে,
সন্তানেরও) ছোট বেলা দেখবো কোথায়?
আছি যে দূর প্রবাসীরও দলে।
মনের ব্যথা বুঝাই কারে লুকাই কথার ছলে,
ভাল্লাগেনা প্রবাস যে আর যাবোই দেশে চলে।
ভিড় করে রোজ মনের ঘরে কষ্ট নামের দুখ,
যুদ্ধ চলে জীবন দলে জ্বালায় হাজার শোক।
স্মৃতির পাতায় নাড়া যে দেয় প্রিয়জনের মুখ,
খোঁজে বেড়াই দিনে-রাতে একটু খানি সুখ।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৬ চৈত্র ১৪৩০, ২০ মার্চ ২০২৪


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।