=চালাক=
- ফয়েজ উল্লাহ রবি
বৌ টা বলে আমি নাকি আস্ত একটা বোকা
আসলে সেই মিথ্যে বলে নাই,
চালাক হতে তোমার বলো - কোন বিদ্যাপীঠ যাই।
পদে-পদে ঠকছি আমি মূর্খ মানুষ তাই?
এই সাধারণ জীবন যাপন,
চালাক আমায় হতেই হবে এই করেছি পণ।
গলায় ধরি বেঁধে কি তাই - নিজেকে চালাক করতে জাহির;
করবো চালাক চর্চা,
অতি চালাক চাইনা হতে, একটু চালাক
জীবন না হউক খর্চা।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ফাল্গুন ১৪৩০, ১১ মার্চ ২০২৪
১০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।