কারেন্ট নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কারেন্ট আসে আর যায়
জানি না কারেন্ট কি চায়।
কম্পিউটার চালু না করতেই
কারেন্ট হয় ফুস
দশ মিনিট না থাকতেই হয়ে যায় ঠুস।
কারেন্টের খেলা দেখে আমি খুব খুশী
কাস্টমার ঘুরে যায় ঘন্টার পর ঘন্টা বসি।
এই আসে কারেন্ট
এই যায় চলে
কাজ-কাম না করলে পেঠ পুরাইব কি জলে?
কারেন্ট তুমি কই
দ্রব্য-মূল্য উধ্ব গতি হলে কি তার সই,
কারেন্ট তুমি আমার বাঁচার শেষ পথ
তুমি ছাড়া ব্যবসা অচল নচেত আমার বিপদ।
২৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।