ই.তে #ইতি তোমার আয়ু
- ফয়েজ উল্লাহ রবি
ই.
ইচ্ছে করে বিশ্ব ঘুরে দেখি জগৎ ময়,
ইছামতির জলে ডুবে করো যে পাপ ক্ষয়!
ইতি তোমার প্রেম আকাঙ্ক্ষা গুনবে যে প্রহর,
ইতিহাসে সাক্ষী দেবে খুলবে প্রেমের নহর।
ইতিমধ্যেই চলে গেছ অনেক দূরে দিয়ে পাড়ি,
ইচ্ছেরা কি দেবে সাড়া মন খারাপের দিনে ফিরবে বাড়ী।
ইলার মাঝে অল্প দিনের এই যে রঙ্গীন জীবন,
ইশারাতেই শেষ হয়ে যায় ভাঙবে মহা মিলন।
ইঁদুর দৌড়ে জয়ী হয়ে ভাবলে জিতে গেছো সবই?
ইশ্বার ডাকবে যখন সব চেয়ে যেতে হবে এই চায় রব।
ই-নয়নে দেখলে ভুবন হয়নি ইচ্ছে পূরণ,
ইতি তোমার আয়ু বিদায় নিয়ে যাবে দূর যোজন।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৮ শ্রাবণ ১৪২৪, ২৩ জুলাই ২০১৭
৩০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।