সদা উত্তর
- আলমগীর সরকার লিটন

আজ আকাশটা এতোনিঠুর
অল্প কিছু বৃষ্টিতে ভিজে দিলো
সোনালি স্মৃতি ভরা জুরা চোখ;
মলিন করা দুটি মুখের ছবি বহুদূর
চাইলেই আর পাই না, মা বাবার আদর;
মেঘগুলো হয়ে গেলো ছন্ন ছারা
চাঁদ তারার নেই ভালোবাসার মায়া
খুনসুটি মাটির পুতুল, ঘেমে আকুল
বেকুল শুধু দূরের হাতছানি ডাকা
কোথাও খুঁজে পাই না আর সদা উত্তর -
চাইলেই আর পাই না, মা বাবার আদর।
২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে’২৪


০৫-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।