কোথায় থাকো?
- ফয়েজ উল্লাহ রবি
বন্ধু তুমি কেমন আছো কোথায় থাকো লুটেপুটে?
তোমার জন্য বুকে আমার ভালোবাসার পদ্ম ফুটে।
সারাটা দিন তোমায় ভেবেই কাটছে আমার বেলা,
দূরে বসে দেখ-দেখে খেলছ দারুণ খেলা।
প্রেমেরই এই কোন সে ডোরে বেঁধে তোমায় রাখি,
ভালোবাসা হয়নি বিফল রইল অনেক বাকী।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
১১ শ্রাবণ ১৪২৪, ২৬ জুলাই ২০১৭
০৭-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।