এটা কি করলে
- আলমগীর সরকার লিটন

তুমি এটা কি করলে-
আমার মুখটা বেকা করলে
আমি তো সুজাই আছি!
লোকে কি বলবে?
চোখে চশমা হাতে হারকিন
রাতের আঁধার আর জঙ্গল নাই
সব এখন পরিস্কার;
শুধু শুধু তুমি এটা কি করলে
সব খাতা থেকে নাম মুছে গেলো
তুমি কি করবে এখন-
চাঁদ দেখবে নাকি নদী
ঢেউ চলছে শুধু দক্ষিণায় দক্ষিণায়
জল সে তো টলমল ছবি
এক নদী বুকের পাশে-
তবু এটা কি করলে?
১৪-৫-২৪


১৪-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।