পাপ মোচনের কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম

হে স্রষ্টা সকল পাপ
করো মোচন,
ভালবাসার বান্দা হিসাবে
করে নাও আমায় আপন।

হে স্রষ্টা
সৎ পথে চাই চলতে,
এ ভূলোক যেন ছাড়তে পারি
তোমার জপমালা বলতে বলতে।

হে স্রষ্টা
আমি তোমার অনুগত,
আমাকে মার্জনা করো
মুছে দাও আমার পাপ যত।


১৬-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৬-০৫-২০২৪ ১৯:৪৫ মিঃ

পাপ মোচন করো স্রষ্টা