কষ্ট বুঝিস না
- আলমগীর সরকার লিটন
তুই বল্লী আমি বুঝি না
অথচ মেঘ না আসতেই বৃষ্টি
এখন সেটাও বলবি বুঝি না
দেখ ভিজে গেছিস-
সূর্যের আলো ঠিকই বুঝেছে
এখন আর বুঝার কিছু নেই;
শুধু সাদা মেঘ আর সাদা মেঘ
বট পাতার হাসি দেখিস নি
কলাপাতার কষ্টটা হাহাকার
তালপাতার বাতাস সেটাও বুঝিস নি
তোরা পারিসও বঠে কিন্তু
না পাওয়ার কষ্ট বুঝিস না।
২০-৫-২৪
২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
আলমগীর সরকার লিটন
২১-০৫-২০২৪ ১০:০৭ মিঃজি মহী দা পাঠে অনেক শুভ কামনা জানাই
ভাল ও সুস্থ থাকবেন--------

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।