বালিকার মসৃন হাতে খেলনা বাটি
- নাহিদ সরদার
বালিকার মসৃন হাতে খেলনা বাটি
নাহিদ
বালিকার মসৃন হাতে খেলানা বাটি
তবুও বালক মনে স্বপ্ন আঁকা
জানে আঘাতে আঘাতে প্রেম খাঁটি
রোজ তাই পালা করে হাত দেখা।
বালিকার মসৃন হাতে খেলনা বাটি
জানালার ধারে তবু রোজ হাটাহাটি
অযথা সাইকেলের বেল - ঘন্টা ধ্বনি
থোড়াই কিয়ার হোক কানাকানি
বালিকার মসৃন হাতে খেলানা বাটি
বালক বেলার এই প্রেম সত্য খাঁটি।
বালিকার মসৃন হাতে খেলনা বাটি
সময় বয়েছে চলে পা- পা হাঁটিহাঁটি।
২০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।