সুদ খাও ঘুষ খাও
- ফাইয়াজ ইসলাম ফাহিম
কোরবানি করে
পাপ হবে কি তোমার মোচন?
ঘুষ খেয়ে সুদ খেয়ে
কোন গরীবের আহার করেছো শোষণ?
সুদের টাকায় ঘুষের টাকায়
গরু কোরবানি দিয়ে কি লাভ?
যে কোরবানি কবুল নয়
বাড়াবে শুধু তোমার পাপ।
কোরবানি দিতে হলে
হালাল পন্থায় টাকা করো রোজগার,
তবে তুমি স্রষ্টার নিকট প্রিয় হবে
স্বীকৃতি পাবে পরহেজগার।
২৮-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।