দুই দুঃখী-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
আমি দুঃখী তুমি দুঃখী আমরা দু’জন কাঁদি,
চলো সখি দুঃখী দু’জন মিলেই ঘর বাঁধি।।
দুঃখ চাদরে গতর ঢেকে দুঃখের রঙ্গে সাজি।।
কান্না জলে হয় না সয়লাব আসবে না আর বান,
জলে-জলে করবে খেলা ভাঙ্গবো অভিমান।।
একা দুঃখী তুমি তো নও ধরবে জীবন বাজী।।
দুই দুঃখী এই মিলই করবো দুঃখ সকল দূর,
নীলে-নীলে সাজবে দিলে জ্বলবে আলোর নুর।।
একা সুখই আমিতো নই থাকলে সুখে রাজী।।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
০৯ শ্রাবণ ১৪২৪, ২৪ জুলাই ২০১৭
ছন্দ: স্বরবৃত্ত
৩০-০৫-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।