না বলা কথা... ২
- অথই মিষ্টি
নাহ্,
তুমি বোঝনি, খোঁজনী তুমি আমার না বলা কথা
ব্যথা, প্রাণ ভারা ব্যথা হৃদয়ে আজো অগোচরে যা।
হ্যাঁ,
তুমি বুঝবে, খুঁজবে তুমি ঠিকই একদিন ব্যাকুল হয়ে আমায়
তোমায়, শুধু তোমায় ছাড়া যে এ উত্তেজিত হৃদয় কিছুই চায় না।
০৩-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।