বাজেট নিয়ে কবিতা
- ফাইয়াজ ইসলাম ফাহিম
ক্ষমতা রক্ষার বাজেট
ফাইয়াজ ইসলাম ফাহিম
ক্ষমতা রক্ষার বাজেট
জনগণ রক্ষার নয়,
জনগণ না খেয়ে মরুক
ক্ষমতার হোক জয়।
জনগণের পকেট কেটে
সরকারের গদির কেনে তুলা,
উন্নয়নের বুলি আওড়ায় সরকার
জনগণ খায় মুলা।
ব্রিটিশ আমলের
সরকার এখন বাংলাদেশে,
সরকার বিরুদ্ধে কিছু বললে
পুলিশ দিয়ে পেষে।
ক্ষমতা রক্ষার বাজেট
নিত্য বছরে হয় পাশ,
জনগণ স্বাধীন নয়
সরকারের দাস।
07/06/2024 4:57 pm
০৭-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।