একদিন চলে যাবো
- ফাইয়াজ ইসলাম ফাহিম

একদিন চলে যাবো
বুকভরা কষ্ট নিয়ে
সহস্র কোটি স্বপ্ন নিয়ে
একদিন ঠিকই চলে যাবো।

এই নিষ্ঠুর পৃথিবী থেকে
এই পৃথিবী মানুষের জন্য নয়,
এই পৃথিবী মানুষের
সব থেকে বড় জেলখানা।

এই পৃথিবী খুবই স্বার্থপর
সঙ্গে এই পৃথিবীর মানুষেরা,
পৃথিবী চিরজীবন বেঁচে থাকতে দিবে না
আর মানুষ গুলো শান্তিতে বাঁচতে দিবে না।


এই পৃথিবী ভরে গেছে
লোভ লালসা, যুদ্ধ আর নিষ্ঠুরতায়
এই পৃথিবীর মানুষ গুলো
এক একটি নরক.....


২৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৬-০৬-২০২৪ ১৩:৪৯ মিঃ

চলে যেতেই হবে