দুঃখ আমার বড় আত্নীয়
- মোঃ মুসা (গাংচিল)

দুঃখ গুলো আমার মুখ্য হয়,
সুখ গুলো আমার রুক্ষ হয়.......
দুঃখের সাথে কেবলই দেখা
ঘ্রাস করে যায় আমায় একা।

দুঃখ আমার নিত্য সঙ্গী
কোথায় যায়না আমায় ছেড়ে,
দুই পা পিছু একটু হলে
টপকিয়ে আবার আমায় ফেরে।

দুঃখ আমায় ভালোবাসে
সুখ করে যায় ঘেনা,
দুঃখ নিয়ে বস করেছি
হৃদয়ের লেনাদেনা।

দুঃখ শালায় বড় অদ্ভুদ,
শশুড় বাড়ির আত্নীয় বুঝি
মাথা করে থাকি নীচু


২৬-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।