জালেম এবং কুসংস্কার
- মোঃ মুসা (গাংচিল)

জালেম কেমন তোমরা যে কেউ একটু দেখিতে  চাও,
সোজাসুজি এই আমার বাড়িতে দ্রুত চইল্যা আও।
দেখতে পাক্কা মানুষের মত মানুষ তো ওরা নয়,
টুপি পাঞ্জাবী পড়েই ওনরা ঘরের বাইরে যায়।

ভাঙনের দিক কোনটা ধরব কোনদিকে থেকে শুরু,
হিংস্রের সেই ওজন দেখেছো ওদের বুকটা পুরো।

একদিন নয় দুইদিন নয় জুলুমে ওদের যুদ্ধ,
কেমনে বলবে কোন কিতাবেই ওদের ইমান শুদ্ধ।

হিংস্র চেয়াল দাঁত গুলো এক লুকিয়ে রেখেছে তলে
বাড়ির ভেতরে দূর্বল ভেবে আঘাত চালায় দলে।
হত্যা চেষ্টা আর মানহানি এক ওদের মাথার খাদ্য,
তারতরে ওই মূর্খ জনতা প্রচার করছে সাধ্য।

ধারে নাই আমি কাছে নাই আমি গুঞ্জন শুনি কানে
মনক্যালা খেয়ে দারুণ সুযোগ হেনস্থা মুখে টানে।
কাণ্ড তাণ্ডব দেখতে দেখতে পাইনি যে উপায়,
চুপচাপ বসে তামশা দেখেছি এইসব কিযে হয়।
কুসংস্কারের নষ্ট তাবিজ ভণ্ড শালার দল,
লাঠিসোটা লরে পেটারে ওদের কেমন সত্য বল?
আয়রে খালারা ধররে শালারে খামুশ শালার দল


শিক্ষিত ওই সমাজের কাছে এইসব কিছু চলে?
ডাক্তার কেনমেডিকেল নিয়ে মাথাকে ঘামায় ফলে?

আয় ধর শালা লাঠিসোটা ধর ধর ধররে পেটাই,
ওদের মুখোশ খুলেনা আইন দুঃখ কেবল সেটাই।

এদের দেখতে সোজাসুজি ভাই শশীভূষণ আসো চলে,
শানিমা ব্রিকস পুব পাশে বাড়ি চলে আসো দলে দলে...


২৮-০৬-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।