আমি ডোমেইন তুমি হোস্টিং
- ফাইয়াজ ইসলাম ফাহিম
আমি ডোমেইন
তুমি হোস্টিং
তুমি ছাড়া আমি ডোমেইন
একা কি করবো বলো?
তুমি হোস্টিং ছাড়া আমি অচল
তুমি হোস্ট করলে আমি সচল।
তুমি আমাকে ছাড়া চলতে পারবে না
আমিও তোমাকে ছাড়া চলতে পারবো না
তবুও কেন এ্যাত্ত অভিমান তোমার?
বিবাহ ভাইরাস তোমার জন্য গ্রাস করে আমায়
তুমি যদি সঠিক ভাবে হোস্ট করতে এমনটা হতো!
আমার নাম মুছে ফেলতে চেষ্টা করে কোন লাভ আছে তোমার?
তুমি হোস্টিং সাড়া দাও
আমি ডোমেইন সচল হই
এলিমিনেটর দিয়ে তোমার- সকল সমস্যা
সমাধান করবো।
হে হোস্টিং তুমি আর না করো না
আমি ডোমেইন তোমারই থাকবো চিরকাল....
০৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।