মন কায়া
- আলমগীর সরকার লিটন

গভীরতা বুঝা হয়নি
সমুদ্রের ত সীমানা নেই;
তবু সাঁতার কাটে-
হয় তো এখানে, নয় তো অন্যখানে
ক্ষত যেখানে- গভীরতাও সেখানে-
যা কিছু প্রণয় বলে না,
হাড্ডির সাথে হাড্ডি-
শিনার সাথে শিনা মিশিয়ে
গভীরতা চিনতে হয়!
নয় তো ওমনি থাকে মন কায়া;
০৮-৭-২৪


০৮-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।