অট্টহাসি প্রবাদ
- আলমগীর সরকার লিটন

শিশির ভেজা ভোরের পরিবেশটা সাদা
রঙের পায়রা উড়ানোর আর্তনাদ-
সন্ধ্যাটা যেনো রঙিন জোছনাময় কায়া;
বিকালটা জলধারা যমুনার ঢেউ
সুখটা গোলাপ ফুলের বালুচর-
শ্মশান যেনো প্রণয়ের গন্ধ বাতাস
যেখানে শকুলের অট্টহাসি প্রবাদ
বিচ্ছিরি ভাষার বিদ্বেষ রূক সাজনো
সেখানে ব্যঞ্জন বর্ণের বেদনাই বা কি
সমস্ত মন কায়া জনসমুদ্রে করছে স্নান;
নুনা জলের মূল্যই বা কি আছে তার কাছে!
এভাবেই দিবারাত্রির হয়ে যাক বাসর।


১৫-০৭-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।